উত্তর 24 পরগণা – বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফের অভিযানে বড়সড় সাফল্য। বৃহস্পতিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১০২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সোনা পাচারের চেষ্টা নস্যাৎ করে দেন। আটক করা হয় এক চোরাচালানকারীকে এবং উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকার সোনা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত চোরাচালানকারীর নাম সুব্রত সরকার, সে ঘোজাডাঙ্গারই বাসিন্দা। তার মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৩টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৪৬৬.২৯০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৪৬ লক্ষ ৯৪ হাজার ৭৯৪ টাকা।
জব্দ হওয়া সোনার চালানটি পরবর্তী পদক্ষেপের জন্য ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। এই ঘটনার পর এলাকায় চোরাচালান চক্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
