বহরমপুরে প্রেমিকাকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুশান্তের খাবার বন্ধ! চিন্তায় পুলিশ অফিসারেরা। গত সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোড়াবাজার এলাকায় নিজের প্রেমিকাকেই রাস্তার উপরে কুপিয়ে খুন করে সুশান্ত চৌধুরী। এর পর পালানোর সময় সামশেরগঞ্জ থেকে তাকে ধরে ফেলে পুলিশ। মঙ্গলবারই সুশান্তকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ বর্তমানে বহরমপুর থানার লক আপে রাখা হয়েছে তাকে৷ কিন্তু পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গ্রেফতারির পর থেকেই কিছু খাচ্ছে না সুশান্ত৷
মঙ্গলবার শুধু একবার সামান্য চা এবং একবার মাত্র সামান্য মুড়ি খেয়েছে সে। বার বার চেষ্টা করেও সুশান্তকে খাওয়াতে ব্যর্থ হয়েছেন পুলিশ অফিসাররা৷ এরপর বুধবার সকালেও কিছু খায়নি সুশান্ত। সে নিজেই পুলিশকে জানিয়েছে যে সে ধূমপান করে, কিন্তু সোমবারের পর থেকে বিড়ি- সিগারেটেও অনীহা তৈরি হয়েছে সুশান্তর৷ বহরমপুর থানায় নিয়ে আসার পর থেকে সুশান্তকে একাধিকবার স্নান করানোরও চেষ্টা করেছেন পুলিশ কর্মীরা, কিন্তু রাজি হয়নি সে৷
অন্যদিকে, তদন্তকারীদের প্রায় কোনও প্রশ্নেরই জবাব দিচ্ছে না সুশান্ত৷ যার ফলে তদন্ত প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে৷ সুশান্ত যাতে আত্মহত্যার চেষ্টার না করে, সে বিষয়েও সতর্ক হয়েছে পুলিশ৷ প্রায় সর্বক্ষণই সুশান্তর উপরে নজরদারি চালানোর জন্য একজন অভিজ্ঞ পুলিশকর্মীকে লকআপের বাইরে বসিয়ে রাখা হয়েছে৷ কিন্তু ইতিমধ্যে সুশান্তকে নিয়ে চিন্তায় পুলিশ অফিসাররা।
আরও পড়ুন – প্রবল বর্ষণ মালদায়-খুশির ঈদে অখুশি রইলেন মুসলিম সম্প্রদায়!
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোড়াবাজার এলাকায় নিজের প্রেমিকাকেই রাস্তার উপরে কুপিয়ে খুন করে সুশান্ত চৌধুরী। এর পর পালানোর সময় সামশেরগঞ্জ থেকে তাকে ধরে ফেলে পুলিশ। মঙ্গলবারই সুশান্তকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ বর্তমানে বহরমপুর থানার লক আপে রাখা হয়েছে তাকে৷ কিন্তু পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গ্রেফতারির পর থেকেই কিছু খাচ্ছে না সুশান্ত৷ মঙ্গলবার শুধু একবার সামান্য চা এবং একবার মাত্র সামান্য মুড়ি খেয়েছে সে।
বার বার চেষ্টা করেও সুশান্তকে খাওয়াতে ব্যর্থ হয়েছেন পুলিশ অফিসাররা৷ এরপর বুধবার সকালেও কিছু খায়নি সুশান্ত। সে নিজেই পুলিশকে জানিয়েছে যে সে ধূমপান করে, কিন্তু সোমবারের পর থেকে বিড়ি- সিগারেটেও অনীহা তৈরি হয়েছে সুশান্তর৷ বহরমপুর থানায় নিয়ে আসার পর থেকে সুশান্তকে একাধিকবার স্নান করানোরও চেষ্টা করেছেন পুলিশ কর্মীরা, কিন্তু রাজি হয়নি সে৷