
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ১২ই ডিসেম্বর :অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের ভাতা বৃদ্ধি করে এক মাসের ভাতা পাওয়ার পরে নভেম্বর মাস থেকে বর্ধিত ভাতা কেটে নেওয়ার প্রতিবাদে বহরমপুরের গির্জার মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ রাজ্য আই সি ডি এস কর্মী সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা।
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ২১শে মে নজরুল মঞ্চ থেকে ঘোষনা করেন অক্টোবর মাস থেকে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের ভাতা ১ হাজার টাকা করে বাড়ানো হল, সেই মত অক্টোবর মাসে বর্ধিত ভাতা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা হাতে পান। কিন্তু নভেম্বর মাস যেতেই দেখা যায় মুখ্যমন্ত্রীর ঘোষনা মত ১ হাজার টাকা করে ভাতার মধ্যে কর্মীরা পাচ্ছেন ৭০০ টাকা এবং সহায়িকারা পাচ্ছেন ৪০০টাকা। কি কারনে এই বর্ধিত টাকা কাটা হল বুঝে উঠতে পারছেন না আই সি ডি এস কর্মী সহায়িকারা।
এরই প্রতিবাদে মিছিল করে বুধবার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে আই সি ডি এস কর্মী ও সহায়িকারা। তাদের অভিযোগ এই ঘটনায় জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য বারবার আবেদন করা সত্তেও কোন উত্তর না পাওয়াতেই তাদের এই অবরোধ। পাশাপাশি আরও বেশ কিছু দাবি নিয়ে এদিন প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর বহরমপুর থানার আইসির আশ্বাসে অবরোধ তুলে নেই আই স ডি এস কর্মী সহায়িকারা।



















