প্রায় এক কুইন্ট্যাল গাঁজা সহ গ্রেপ্তার পাঁচজন। সোমবার গভীর রাতে বহরমপুর থানার গীর্জার মোড় এলাকায় নাকা চেকিং করার সময় এই বিপুল পরিমান গাজা উদ্ধার হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে সোমবার গভীর রাতে বহরমপুর থানার গীর্জার মোড় এলাকায় নাকা চেকিং করার চালাচ্ছিল পুলিশ এবং সেই সময় সন্দেহজনক দুটি চাক চাকা গাড়ি আটক করা হয়। গাড়ি দুটির ডিগি খুলতেই সেখান থেকে ২০প্যাকেট গাঁজা উদ্ধার হয়। পুলিস গাঁজা পাচারকারী চক্রের সাথে যুক্ত সন্দেহে গাড়ির ড্রাইভার সহ ৫জনকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে পাচারকারীরা গাঁজাগুলি কোচবিহার থেকে নিয়ে আসছিল। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে পুলিস হেফাজতের আবেদন জানায়। বাজেয়াপ্ত হওয়া গাঁজা বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। দূর্গা পুজোর আগে পুলিশ জেলা জুরে নাকা চেকিং শুরু করেছে পুলিশ, আর এতেই সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ