নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা,৪ অক্টোবর,২০২০:উত্তরপ্রদেশ কাণ্ডে অলইন্ডিয়া মাতুয়ামহাসংঘ বারাসত ব্লক কমিটি সংঘাধিপতি মমতা ঠাকুরের নির্দেশে বারাসত চাঁপাডালি মোড়ে বিক্ষোভ সমাবেশ।উত্তর প্রদেশে একের পর এক দলিত সম্প্রদায়ের কন্যারা ধর্ষিত এবং হত্যা হওয়ার পর যোগী সরকারের প্রশাসনের অমানবিক কার্যকলাপের প্রতিবাদে সারা রাজ্যব্যাপী ধিক্কার ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হচ্ছে।সেইমত বারাসত চাঁপাডালি মোড়ে বিক্ষোভে সামিল হয় সংগঠনের কর্মীরা।কুশপুত্তলি পোড়ানো হয় কেন্দ্রীয় সরকার তথা যোগী সরকারের।উত্তর প্রদেশে সাম্প্রতিক বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মাতুয়ামহাসংঘের সাংঘাধিপতি মমতা ঠাকুরের উপর যে আক্রমণ হয়েছে তারই প্রতিবাদে এই ধিক্কার বিক্ষোভ।
