বহরমপুরে তৃণমূলের বিজয়া সন্মেলনীতে অনুপস্থিত বহরমপুর কোর্ডিনেটর , জল্পনা তুঙ্গে

বহরমপুরে তৃণমূলের বিজয়া সন্মেলনীতে অনুপস্থিত বহরমপুর কোর্ডিনেটর , জল্পনা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ১ নভেম্বর, ২০২০: বহরমপুরে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন হল বিজয়া সন্মেলনী অনুষ্ঠান। বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখার্জির উদ্যোগে বিজয়া সন্মেলনী উদযাপন হয়েছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান। নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মন্ডলঅশোক দাস ও তৃণমূলের একাধিক নেতৃত্ব।এখানেই শুরু হয়েছে জল্পনা। ওই বিজয়া সন্মেলনীতে অংশগ্রহণ করলেন না বহরমপুর সাব ডিভিশন কোর্ডিনেটর অরিত মজুমদার। এই বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি বলেন, করোনা মহামারির কারণে এখন ভীড় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে বিজয়া সন্মেলনী ভার্চুয়ালী হওয়াটাই উচিৎ ছিল। এই বিষয় পাল্টা নাড়ুগোপাল মুখার্জী বলেছেন, কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয়েছিল অরিত মজুমদারকে। তিনি অসুস্থ রয়েছেন, তাই বিজয়া সন্মেলনীতে অংশ নিতে পারেননি। এই বিষয় আবু তাহের খান বলেছেন, তৃণমূল কংগ্রেসের দলের একটি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলীয় যে কোনো কাজে প্রত্যেক কর্মীর আসা উচিত। কেউ যদি নিমন্ত্রণ পাওয়ার পরও অভিমান করে না আসেন তাহলে তো আর দল থেমে থাকবে না। এভাবেই অরিত মজুমদারকে কটাক্ষ করেছেন আবু তাহের খান। পাশাপাশি, দুর্গা পুজোর পরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিজয় সম্মেলনকে ঘীরে সকলেই উচ্ছাসিত ছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top