মুর্শিদাবাদ, ৮ জুন ২০২১: মুর্শিদাবাদ বহরমপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখার্জির উদ্যোগে বহরমপুর গোরাবাজার নিমতলায় এক রক্তদান শিবির আয়োজন করলেন তৃণমূল কংগ্রেস । বহরমপুর পৌরসভার চেয়ারম্যান জয়ন্ত প্রামাণিক তিনি জানিয়েছেন যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে রোগীর আত্মীয় স্বজনেরা সমস্যায় পড়তে হচ্ছে ।

রক্তের অভাবে যেনো কোনো মানুষের মৃত্যু না হয় সেই কারণে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে । আজকে ৫০ ইউনিট রক্ত তুলে দেবেন মুর্শিদাবাদ বহরমপুর মেডিক্যাল কলেজে । এমনটা চিন্তা ভাবনা নিয়েছেন তারা । বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করছেন তৃণমূল কংগ্রেস । যাতে মুর্শিদাবাদ বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ইউনিট রক্ত তুলে দিতে পারেন মেডিকেল কলেজের ।



















