বহরমপুরে রজত জয়ন্তীতে ‘ভূত বাংলো’ থিমে অমর সাথী দুর্গোৎসব

বহরমপুরে রজত জয়ন্তীতে ‘ভূত বাংলো’ থিমে অমর সাথী দুর্গোৎসব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুর্শিদাবাদ – এক সময় সুবে বাংলার রাজধানী হওয়ায় মুর্শিদাবাদের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে অসংখ্য জমিদারবাড়ি। উত্তরসূরীরা বিদেশে চলে যাওয়ার পর সেসব বাড়ি সংস্কারের অভাবে জীর্ণ হয়ে এখন ভূত বাংলোয় পরিণত হয়েছে। সেই আদলেই এ বছর বহরমপুরের মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব কমিটি রজত জয়ন্তী বর্ষে গড়ে তুলেছে তাঁদের পুজো মণ্ডপ।

পুজোর থিম রাখা হয়েছে ‘ভূত বাংলো’। এর সঙ্গে দর্শনার্থীদের টানতে ক্যাচ লাইন ব্যবহার করা হয়েছে—“ভূত বাংলোয় দশভূজা”। উদ্যোক্তাদের আশা, ভূতের রহস্যঘেরা আবহে দেবী দর্শনের কৌতূহল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়বে মণ্ডপে।

এই অভিনব থিম বেছে নেওয়ার কারণও জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। তাঁদের মতে, জেলাজুড়ে অসংখ্য জমিদারবাড়ি আজ ধ্বংসের মুখে। সেগুলির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা এবং দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা বোঝাতেই এই প্রয়াস।

অন্যদিকে, যখন বহরমপুরের নামী পুজো কমিটিগুলি সুউচ্চ মণ্ডপ ও আলোকসজ্জায় প্রতিযোগিতায় ব্যস্ত, তখন অমর সাথী কমিটি ভিন্ন পথে হাঁটছে। তাঁরা জাঁকজমক নয়, বরং মণ্ডপ থেকে বৃক্ষরোপণ, জলাভূমি রক্ষা ও প্লাস্টিক বর্জনের মতো সামাজিক বার্তা দেওয়ার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে রজত জয়ন্তীতে তাঁদের পুজো শুধু থিমের অভিনবত্বেই নয়, সামাজিক দায়বদ্ধতার কারণেও বিশেষ মাত্রা পেয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top