মুর্শিদাবাদ – আর্থিক প্রতারণার অভিযোগে বড় সাফল্য পেল বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বড়ঞা এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে চারজন বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। পুলিশ তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোন এবং ১২১টি এটিএম কার্ড উদ্ধার করেছে। ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হবে। প্রাথমিক তদন্তে অনুমান, আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সঙ্গেই যুক্ত এই অভিযুক্তরা।




















