নিজস্ব সংবাদদাতা, ৫ জুন ২০২১: বহরমপুরের কুঞ্জঘাটার পীরতলায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির পাশে থেকে উদ্ধার জার ভর্তি বোমা। স্থানীয় সূত্রে খবর বহরমপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুঞ্জঘাটা এলাকা থেকে বোমাগুলি উদ্ধার করা হয়।

স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির পাশে একটি জঙ্গল থেকে দুটি জার ভর্তি বোমা উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, এই জঙ্গলে বাচ্চারা খেলাধুলো করতে আসে। স্বাভাবিকভাবেই সেখান থেকে বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বোম্ব স্কোয়াড এলে বোমা নিষ্ক্রিয় করা হবে।



















