বহরমপুর উত্তরপাড়া মোড়ে জগদ্ধাত্রী মিলে প্রচুর পরিমানে রেশনের চাল ও চিনি উদ্ধার করল পুলিশ

বহরমপুর উত্তরপাড়া মোড়ে জগদ্ধাত্রী মিলে প্রচুর পরিমানে রেশনের চাল ও চিনি উদ্ধার করল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২৯শে নভেম্বর :অভিযান চালিয়ে প্রচুর পরিমানে রেশনের চাল ও চিনি উদ্ধার করল পুলিশ । বুধবার রাতে বহরমপুর থানার আইসি নেতৃত্বে বহরমপুর উত্তরপাড়া মোড়ে জগদ্ধাত্রী মিলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সরকারী ষ্ট্যাম্প মারা তিন হাজার বেশি বশ্তা উদ্ধার করে পুলিশ।

 

সুত্রের খবর বহরমপুরের বিভিন্ন রেশন ডিলারে কাছ থেকে এই চাল ও সরকারি জিনিস পাচার হয়ে এই মিলে আসত এবং সেগুলো চরা দামে বাজারে বিক্রি করা হত। বুধবার রাতে বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই গোডাউনে হানা দেয় এবং সেখান থেকে প্রচুর পরিমানে সরকারী জিনিস উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ। কিভাবে সরকারি এই সমস্ত মাল এই বেসরকারি মিলে এল তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ ।স্থানীয়দের অভিযোগ বহরমপুর বিভিন্ন সরকারি রেশন দোকান থেকে এই বশ্তা গুলি পাচার হয়ে এই জগদ্ধাত্রী মিলে আসছে দীর্ঘদিন ধরেই

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top