বহরমপুর শহরের জর্জ কোর্টের মোড়ে “মোর রিটেল শপ “এ এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ l নির্যাতিতা ঐ মহিলা শুক্রবার তার শিশু কন্যাকে নিয়ে বাজার করার সময় এক বেক্তি শ্লীলতাহানি সহ অশ্লীল অঙ্গ ভঙ্গি করে l ঐ সাহসিনী নারী তৎক্ষণাৎ প্রতিবাদ করেন এবং দোকানের সিসি টিভি ক্যামেরার ফুটেজ নিয়ে ফেসবুকে আপলোড করেন l প্রশাসনিক সাহায্যের আশ্বাস পাওয়া ছাড়াও তিনি বলেন আমার পরিবার আমার সাথে আছে l তিনি চান অবিলম্বে দোষী ব্যক্তি শাস্তি পাক যাতে আর কোনো নারী এভাবে নির্যাতিত না হয় l আপনার এই প্রতিবাদী মানসিকতাকে কুর্নিশ করি l