বহরমপুর শহরের প্রাণকেন্দ্র বহরমপুর স্টেশন রোডে উড়াল পুলের কাজ সরোজমিনে তদন্ত করলেন মুর্শিদাবাদের জেলাশাসক ড:পি উল্গানাথন l দীর্ঘদিন ধরে ঐ এলাকার রাস্তার বেহাল দশা l মানুষের চলাফেরা করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে দিন দিন l জেলাবাসীর দীঘদিনের দাবি উড়ালপুলের l কিন্তু দীর্ঘ মেয়াদি এই কাজ যাতে অবিলম্বে শেষ করা যায় সেই নিয়ে এলাকাবাসী বহুবার দরবার করেছেন রেল কর্তাদের কাছে l বৃহস্পতিবার এই উড়ালপুলের কাজ দেখতে জেলাশাসক ও মহকুমাশাসক দিব্যনারায়ণ চ্যাটার্জী আসায় এলাকাবাসীর বিশ্বাস এবার উড়ালপুলের কাজ দ্রুত সম্পূর্ণ হবে l