ভোট চলাকালীন বুথে ঢুকে বহিরাগতদের তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের। ভোট বানচাল করতে ইভিএম ভাঙচুরের কৌশল ভাজপার। একের পর এক পুরসভার বিভিন্ন বুথে ভাজপার প্রার্থীদের গুণ্ডামি। বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মন্দিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম ভাঙচুর করেন ভাজপা প্রার্থী এবং তার অনুগামীরা। তৃণমূলের অভিযোগ, ভোট চলাকালীন বুথে ঢুকে তাণ্ডব চালান বহিরাগতরা।
গন্ডগোল চলাকালীন বিজেপি প্রার্থী ইভিএম ভেঙে দেন বলে অভিযোগ। পুলিশ ওই ভাজপা প্রার্থীকে গ্রেফতার করে। একই ঘটনা ঘটে বারাসাত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। আচমকাই বুথে ঢুকে ইভিএম আছাড় মেরে ভেঙে দেন ভাজপা প্রার্থী। পাল্টা ভাজপা প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা। পুলিশ ওই ভাজপা প্রার্থীকে আটক করে। একই ঘটনা ঘটেছে উত্তর ব্যারাকপুর, ভাটপাড়া, রাজপুর-সোনারপুরে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ১৬ নম্বর ওয়ার্ডে আচমকা কয়েকটি বুথে ঢুকে পড়ে ভাজপার দুষ্কৃতীরা।
তৃণমূল এজেন্টদের মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয়। আছড়ে ভেঙে ফেলা হয় ইভিএম। প্রাণ ভয়ে এলাকা ছেড়ে পালায় ভোটকর্মীরা। সব মিলিয়ে ৬ টি ইভিএম ভাঙা হয়েছে বলে খবর। তৃণমূলের অভিযোগ, হার নিশ্চিত বুঝে গিয়ে ভোট বানচাল করার চক্রান্ত করেছে ভাজপা। বুথে ঢুকে ভাজপা প্রার্থীরাই হামলা চালাচ্ছে। ভোট যাতে বন্ধ হয়ে যায় তার জন্য ইভিএম ভেঙে দিচ্ছেন। যদিও এ ভাবে বিশেষ লাভ কিছু হবে না। সাধারন মানুষ-ই প্রতিবাদ করছেন।
আর ও পড়ুন রাশিয়ার বিজ্ঞাপন-ভিত্তিক আয়ের পথ বন্ধ করল গুগল
উল্লেখ্য, ভোট চলাকালীন বুথে ঢুকে বহিরাগতদের তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের। ভোট বানচাল করতে ইভিএম ভাঙচুরের কৌশল ভাজপার। একের পর এক পুরসভার বিভিন্ন বুথে ভাজপার প্রার্থীদের গুণ্ডামি। বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মন্দিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম ভাঙচুর করেন ভাজপা প্রার্থী এবং তার অনুগামীরা। তৃণমূলের অভিযোগ, ভোট চলাকালীন বুথে ঢুকে তাণ্ডব চালান বহিরাগতরা।
ভোট চলাকালীন বুথে ঢুকে বহিরাগতদের তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের। ভোট বানচাল করতে ইভিএম ভাঙচুরের কৌশল ভাজপার। একের পর এক পুরসভার বিভিন্ন বুথে ভাজপার প্রার্থীদের গুণ্ডামি। বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মন্দিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম ভাঙচুর করেন ভাজপা প্রার্থী এবং তার অনুগামীরা। তৃণমূলের অভিযোগ, ভোট চলাকালীন বুথে ঢুকে তাণ্ডব চালান বহিরাগতরা।
গন্ডগোল চলাকালীন বিজেপি প্রার্থী ইভিএম ভেঙে দেন বলে অভিযোগ। পুলিশ ওই ভাজপা প্রার্থীকে গ্রেফতার করে। একই ঘটনা ঘটে বারাসাত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। আচমকাই বুথে ঢুকে ইভিএম আছাড় মেরে ভেঙে দেন ভাজপা প্রার্থী। পাল্টা ভাজপা প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা। পুলিশ ওই ভাজপা প্রার্থীকে আটক করে। একই ঘটনা ঘটেছে উত্তর ব্যারাকপুর, ভাটপাড়া, রাজপুর-সোনারপুরে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ১৬ নম্বর ওয়ার্ডে আচমকা কয়েকটি বুথে ঢুকে পড়ে ভাজপার দুষ্কৃতীরা।
তৃণমূল এজেন্টদের মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয়। আছড়ে ভেঙে ফেলা হয় ইভিএম। প্রাণ ভয়ে এলাকা ছেড়ে পালায় ভোটকর্মীরা। সব মিলিয়ে ৬ টি ইভিএম ভাঙা হয়েছে বলে খবর। তৃণমূলের অভিযোগ, হার নিশ্চিত বুঝে গিয়ে ভোট বানচাল করার চক্রান্ত করেছে ভাজপা। বুথে ঢুকে ভাজপা প্রার্থীরাই হামলা চালাচ্ছে। ভোট যাতে বন্ধ হয়ে যায় তার জন্য ইভিএম ভেঙে দিচ্ছেন। যদিও এ ভাবে বিশেষ লাভ কিছু হবে না। সাধারন মানুষ-ই প্রতিবাদ করছেন।