নিজস্ব সংবাদদাতা ১৭ মার্চ ২০২১কোলকাতা: আজও হেস্টিংস অফিসে বিক্ষোভ অব্যাহত। দ্বিতীয় ও তৃতীয় দফার ও চতুর্থ দফায় প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে হেস্টিংস নির্বাচনী কার্যালয়ে গত কয়েক দিনের উত্তাল।
গতকাল পুলিশের লাঠিচার্জ করতে করতে হয়। কিছু পুলিশ কর্মী আহত হয় ও কয়েকজন কার্যকর তাদের অ্যারেস্ট করে পুলিশ। কালকের ঘটনায় ইট বোতল কিছুই বাদ যায়নি । তার পরেও বিক্ষোভ দেখাচ্ছে কর্মী সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীকে দাঁড় করাতে হবে কোন বহিরাগত ও দুর্নীতিগ্রস্ত প্রার্থীকে তার কারণে চলবে না এটাই বিক্ষোভকারীদের মূল দাবি।
আরও পড়ুন…মমতা ব্যানার্জির বাড়ির পাশেই কর্পোরেশনের জল খেয়ে মৃত ২, অসুস্থ বহু