বাঁকুড়া – বাঁকুড়ার সোনামুখী থানার পিয়ারবেরা অঞ্চলের চকাই গ্রামে সোমবার রাতে তৃণমূলের নেতা শেখ সায়নকে গুলি করে খুন করা হয়েছে। মৃতকের মাথায় তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের খবর, সায়ন ছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা এবং দলের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, গত কয়েক মাস আগে সায়নের বিরুদ্ধে গুলি চালানোর একটি মামলা ছিল এবং এই খুনের ঘটনায় রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের কারণ থাকতে পারে। ঘটনাস্থল থেকে দুই জন তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সায়ন রোজ বাজার এলাকার আড্ডা শেষে বাড়ি ফেরার পথে বাইকে করে কয়েকজন তাকে ঘিরে ধরে গুলি চালায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খুনের প্রেক্ষাপট ও ঘটনার ধরণ সম্পর্কে তদন্ত করছে।
