বাঁকুড়া – গত ২৪ জুলাইয়ের বজ্রপাতের ঘটনার রেশ কাটতে না কাটতেই বাঁকুড়া জেলায় ফের দু’জনের মৃত্যু হয়েছে বজ্রঘাতে। মঙ্গলবার সন্ধ্যায় জেলার ইন্দাস ও পাত্রসায়ের থানা এলাকার দুটি পৃথক ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। এর ফলে চলতি বর্ষা মরসুমে জেলায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।
পুলিশ সূত্রে জানা গেছে, ইন্দাস থানার পলাশী গ্রামের বাসিন্দা রাজু বাগদী (৫৫) ও পাত্রসায়ের থানার পাটিত গ্রামের জয়ন্ত মণ্ডল (৬৩) মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। সেই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, মৃতদেহ দুটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে নিম্নচাপের কারণে জেলার বিভিন্ন এলাকায় লাগাতার বৃষ্টিপাতের পাশাপাশি ঘন ঘন বজ্রপাত হচ্ছে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং বজ্রপাতের সময় খোলা মাঠ বা জলে না নামার অনুরোধ জানিয়েছে।
