বাঁকুরা – বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরেই জন্ম ও বেড়ে ওঠা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর। সেই জন্মভূমিতেই মাটির নিচে বিপুল পরিমাণ সোনার সম্ভাবনার ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায়। এই খবর সামনে আসতেই আবেগে ভাসলেন সাংসদ নিজেই।
বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে সৌমিত্র খাঁ জানান, বহুদিন আগেই তিনি নিজের জন্মভূমি গঙ্গাজলঘাটি ব্লকে সমীক্ষার দাবি জানিয়েছিলেন। অবশেষে সেই সমীক্ষার ফল প্রকাশ্যে এসেছে। তাঁর লেখায় উঠে আসে, দুর্লভপুর গ্রামে সোনা পাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় সমীক্ষায়। এই খবরে তিনি গভীর গর্ব অনুভব করছেন বলেও জানান সাংসদ।
নিজের পোস্টে সৌমিত্র খাঁ লেখেন, যে গ্রামে তাঁর শৈশব কেটেছে, যেখানে রয়েছে তাঁর স্মৃতি ও শিকড়, সেই শান্ত, সাধারণ গ্রাম আজ জাতীয় স্তরে সম্ভাবনার নতুন আলো হয়ে উঠছে—এ ভাবনাই তাঁকে আবেগতাড়িত করছে। তাঁর মতে, গ্রাম মানেই শুধু সাধারণ জীবন নয়, গ্রামেই লুকিয়ে থাকতে পারে অমূল্য সম্পদ ও অপার সম্ভাবনা।
আধ্যাত্মিক বিশ্বাসের কথাও তুলে ধরেন সাংসদ। তিনি জানান, মা সারদা ও বাবা ষাঁড়েশ্বরের আশীর্বাদেই তাঁর জন্মভূমি আজ সম্মানের আসনে পৌঁছচ্ছে বলে তিনি বিশ্বাস করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, দুর্লভপুর শুধুই একটি গ্রাম নয়, এটি তাঁর অহংকার, আত্মপরিচয় এবং শিকড়ের প্রতীক।
পোস্টের শেষে সৌমিত্র খাঁ বলেন, দুর্লভপুরের সন্তান হয়ে, গঙ্গাজলঘাটি ব্লকের মানুষ হয়ে এবং বাঁকুড়া জেলার সন্তান হয়ে তিনি গর্ব অনুভব করেন। কেন্দ্রীয় সমীক্ষার এই ইঙ্গিত ভবিষ্যতে কী রূপ নেয়, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের।




















