বাঁকুড়া – বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার শালতোড়ার সভায় তিনি জানান, আগামী দু’মাসের মধ্যে শালতোড়ার সব পাথর খাদান এবং ক্র্যাশারের কাজ সম্পূর্ণ চালু হলে ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী দু’মাসের মধ্যে শালতোড়ার সব পাথর খাদান এবং ক্র্যাশারের কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই প্রায় চার-সাড়ে চার হাজার কর্মী এই কাজে যুক্ত রয়েছেন। পুরো কাজ চালু হলে কমপক্ষে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।” তিনি আরও জানান, সরকারি ১৩৩ হেক্টর জমিতে প্রায় ১৮টি মাইন রয়েছে এবং আইনি প্রক্রিয়া মেনে কাজ শুরু হলে এই উদ্যোগে আরও লোকের জন্য কর্মসংস্থান তৈরি হবে।
অভিষেক জানান, এই পরিকল্পনা নিয়ে গত দু’মাস ধরে কাজ করেছেন এবং শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রীর দফতর থেকে সংশ্লিষ্ট বিভাগ ও আধিকারিকদের নির্দেশনা দেয়া হয়েছে, যাতে আগামী ৩১ মার্চের মধ্যে সব কাজ চালু করে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা যায়।
সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকেও আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, সরকারি মাইন চালুর জন্য একাধিক অনুমতি নিতে হয় এবং ন্যায়সঙ্গত প্রক্রিয়া মেনে কাজ করতে গেলে কেন্দ্রীয় সংস্থাকে ঘুষ দিতে হয়। তিনি বলেন, “শালতোড়ার বিধায়ক বিজেপির। ২০২৪ পর্যন্ত এই এলাকায় সাংসদ ছিলেন বিজেপির। মানুষকে নিজেদের অধিকারের স্বার্থে লড়তে হয়।”
শালতোড়ার সভা ছিল তৃণমূলের ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির অংশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপিকে আক্রমণ শানালেন, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে জনমনে জোরপ্রদ প্রভাব ফেললেন।




















