বাঁকুড়ায় তিন পৌরসভাতেই জয়ী তৃণমূল। বুধবার পৌরসভার ফলাফল বের হতেই তৃণমূলী ঝড়ে উড়ে গেল বাঁকুড়ার ৩ পৌরসভার বিরোধীরা । বাঁকুড়া পুরসভা একেবারে বিরোধী শূন্য। বিষ্ণুপুরপুরে ১৯ ওয়ার্ডের মধ্যে ২ টি বিজেপি ও ১টি কংগ্রেস মুখ রক্ষা করলেও সোনামুখীতে এই দুই দল খাতা খুলতেই পারেনি। তবে এখানে সিপিআইএম ২ টি ওয়ার্ডে জয় পেয়েছে ।
কার্যত বাঁকুড়া বিরোধী শূন্যই । যদিও নির্দলরা এখানে ৩ আসন পেয়েছে। কিন্তু তারা তৃণমূলেরই বিক্ষুব্ধ। গত ২৭শে ফেব্রুয়ারি রবিবার রাজ্যের ১০৮ টি পুরসভায় ২০২২ এর পুর নির্বাচন সম্পন্ন হয়। সেই মতো বাঁকুড়া জেলার তিন পুরসভা সোনামুখী,বিষ্ণুপুর,এবং বাঁকুড়ায় ভোট দান প্রক্রিয়া সম্পন হয়।
জেলার তিন পুরসভার মোট ৫৮ টি ওয়ার্ডে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২ রা মার্চ বুধবার ছিল পুরভোটের ফলাফলের দিন । আর এই ফলাফলে সবুজ ঝড়ে ভাসল বাঁকুড়ার তিন পুরসভা। জেলার তিন পুরসভার তিনটিতেই এগিয়ে ঘাস ফুল শিবির। তিন পুরসভার মধ্যে বাঁকুড়ার মোট ওয়ার্ড সংখ্যা ২৪টি ,এর মধ্যে পুরনির্বচনের ফলাফলে ২১ টিতে এগিয়ে ঘাসফুল শিবির,নির্দলের দখলে ৩টি ওয়ার্ড।
আর ও পড়ুন কিভাবে মুরগির বাচ্চা বড় করবেন
অপর দুটি পুরসভা সোনামুখী এবং বিষ্ণুপুর সেখানেও এগিয়ে তৃণমূল।সোনামুখী পুরসভাতে নির্বাচন হয় ১৫ টি ওয়ার্ডে।এর মধ্যে ৯ টি তৃণমূলের দখলে,সিপি আই এম এর দখলে ২টি ওয়ার্ড এবং নির্দলদের দখলে ৪টি ওয়ার্ড।
এছাড়াও বিষ্ণুপুর পুরসভায় নির্বাচন হয় মোট ১৯ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল দখল করে ১৩ টি ওয়ার্ড,বিজেপির দখলে ২ টি ওয়ার্ড,কংগ্রেস ১টি এবং নির্দল পার্টি ৩টি ওয়ার্ড দখলে রাখতে সক্ষম হয়।
তৃণমূলের এই বিপুল জয়ে জেলার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উচ্ছ্বসিত। এদিন বিকেলে জেলার গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূল নেতাকর্মীরা।