ভাইরাল – বাঁচার জন্য কে না ফন্দি আঁটে! কিন্তু ইঁদুরটি যে পথ বেছে নিল, তা দেখে তাক লেগে গিয়েছে নেটিজেনদের। ভয় পেয়ে লুকিয়ে পড়া বা দৌড়ে পালানো নয়, বরং সামনে দাঁড়িয়ে বিড়ালের চোখের সামনেই শুরু করে দিল ‘ড্যান্স পারফরম্যান্স’! বিড়াল তো হতবাক! শিকার ভুলে গিয়ে সে তাকিয়ে রইল ছোট্ট ইঁদুরটির অদ্ভুত আচরণের দিকে।
সম্প্রতি এমনই এক মজার দৃশ্য ধরা পড়েছে এক ইনস্টাগ্রাম ভিডিয়োয়। ‘catlover88_’ নামে এক অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যায়, একটি ইঁদুর গোল গোল ঘুরে বেড়াচ্ছে বিড়ালের সামনে। ইঁদুরটির নাচ দেখে বিড়ালটির যেন ক্ষুধাই মরে গেল। তার শিকারকে দেখে সে বিস্ময়ে কেবল কান নাড়িয়ে তাকিয়ে রইল।
নেটদুনিয়ায় এই ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে হাসির রোল। কেউ লিখেছেন, “ইঁদুরটির রক্ষা কৌশল একেবারে টপ ক্লাস। নিজেকে বাঁচানোর এমন অভিনব পদ্ধতি আগে কখনও দেখিনি।” কেউ আবার মজা করে বলেছেন, “শিল্পের কাছে হার মানল হিংসা।”
এই ভিডিয়ো একদিকে যেমন প্রাণীজগতের অদ্ভুত বুদ্ধির পরিচয় দেয়, অন্যদিকে তা সামাজিক মাধ্যমে নিছক বিনোদনের উপকরণ হয়ে উঠেছে। জীবনের ঝুঁকিতে পড়েও যে আত্মরক্ষা কৌশল হিসেবে বিনোদন কাজ করতে পারে, তার নিখুঁত উদাহরণ যেন এই নাচিয়ে ইঁদুরটি!
