সুন্দরবনের জঙ্গলে সঙ্গীকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই

সুন্দরবনের জঙ্গলে সঙ্গীকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাঁচাতে

সুন্দরবনের জঙ্গলে সঙ্গীকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই. সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের হামলা। সঙ্গীকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই। অল্পের জন‍্য প্রাণ বাঁচল মৎস‍্যজীবীর। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সাত নম্বর পীরখালি জঙ্গল লাগোয়া এলাকায়। আক্রান্ত ব্যাক্তির নাম আশিস দাস।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা ব্লকের বালি-দু নম্বর গ্রামপঞ্চায়েতের বিজয়নগর গ্রাম থেকে চারজনের একটি দলের সঙ্গে নৌকা করে সুন্দরবনের জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে যায় আশিস। পীরখালি সাত নম্বর জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে কাঁকড়া ধরার সময় ঘটে বিপত্তি। নদীর পাশের ঝোপে বাঘ যে ওৎ পেতে রয়েছে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি আশিস এবং তার সঙ্গী মৎস্যজীবীরা।

 

 

সুযোগ বুঝে আচমকা মৎস‍্যজীবীদের নৌকায় ঝাঁপিয়ে পড়ে বাঘ। ঘাড় কামড়ে আশিসকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় বাকি মৎস্যজীবীরা সম্বিৎ ফিরে পেতে পাল্টা বাঘের সঙ্গে শুরু হয় লড়াই। কাঁকড়া ধরার শিক ও নৌকার বৈঠা নিয়ে বাঘের পথ আটকে প্রতিরোধ গড়ে তোলে। শেষমেষ বেগতিক বুঝে শিকার ছেড়ে গভীর জঙ্গলে পালায় বাঘ।

 

 

আর ও পড়ুন    বিশ্বের সবথেকে দুষিত শহর পাকিস্তানের লাহোর

 

 

গুরুতর জখম অবস্থায় আশিস কে নিয়ে ফেরে তারা। পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এদিকে গোটা ঘটনায় আতঙ্কিত ওই এলাকার মৎস্যজীবীরা লকডাউন এর সময় থেকে যেভাবে সুন্দরবনের জঙ্গলে প্রায় একশর কাছাকাছি বাঘের হামলার ঘটনা ঘটেছে তাতে চিন্তায় এবং আতঙ্কে মৎস্যজীবীরা। পরিস্থিতি যদি এমন চলতে থাকে তাহলে আগামী দিনে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া শিকার করা মুশকিল হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা।

 

বন দপ্তর সূত্রে খবর গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পিরখালি জঙ্গলের কোন অংশে এই ঘটনা ঘটেছে খতিয়ে দেখছেন কোন কর্মীরা পাশাপাশি আক্রান্ত মৎস্যজীবীদের মাছ কাঁকড়া ধরার অনুমতি ছিল কিনা সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে বনদপ্তর সূত্রে খবর।

 

উল্লেখ্য, সুন্দরবনের জঙ্গলে সঙ্গীকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই. সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের হামলা। সঙ্গীকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই। অল্পের জন‍্য প্রাণ বাঁচল মৎস‍্যজীবীর। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সাত নম্বর পীরখালি জঙ্গল লাগোয়া এলাকায়। আক্রান্ত ব্যাক্তির নাম আশিস দাস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা ব্লকের বালি-দু নম্বর গ্রামপঞ্চায়েতের বিজয়নগর গ্রাম থেকে চারজনের একটি দলের সঙ্গে নৌকা করে সুন্দরবনের জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে যায় আশিস। পীরখালি সাত নম্বর জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে কাঁকড়া ধরার সময় ঘটে বিপত্তি।

 

নদীর পাশের ঝোপে বাঘ যে ওৎ পেতে রয়েছে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি আশিস এবং তার সঙ্গী মৎস্যজীবীরা।সুযোগ বুঝে আচমকা মৎস‍্যজীবীদের নৌকায় ঝাঁপিয়ে পড়ে বাঘ। ঘাড় কামড়ে আশিসকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় বাকি মৎস্যজীবীরা সম্বিৎ ফিরে পেতে পাল্টা বাঘের সঙ্গে শুরু হয় লড়াই। কাঁকড়া ধরার শিক ও নৌকার বৈঠা নিয়ে বাঘের পথ আটকে প্রতিরোধ গড়ে তোলে। শেষমেষ বেগতিক বুঝে শিকার ছেড়ে গভীর জঙ্গলে পালায় বাঘ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top