নিউজ ডেস্ক ১৫ অক্টোবর ২০২০: মহালয়ার পর থেকেই পুজোর শপিং করতে রাস্তায় উপচে পড়ছে অসম্ভব ভিড়। সামাজিক দূরত্ব বিধি তো দূর বিনা মাস্কেই ঘুরে কেনাকাটায় মেতেছে আপামোর বাঙালি।

এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে পিছনের দিন গুলোতে চোখ ফেরালে দেখা যায় কেরালায় ওনাম উৎসবের পর এবং মহারাষ্ট্রের গণেশ চতুর্থীর পর মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছিল করোনা সংক্রমণ। উৎসবের মরশুমে সংক্রমণের হার অনেক অংশেই বৃদ্ধি পায় এরপরেও বাংলা সেজেছে পুজোর রঙে।বাংলাকে করোনার হাত থেকে বাঁচাতে গেলে বন্ধ করতে হবে দুর্গা পুজো এই দাবি নিয়ে মামলা দায়ের করা হলো কলকাতা হাই কোর্টে। আজ বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে তার শুনানি। দূর্গাপূজা একেবারে বন্ধ না করে কেন্দ্র এবং রাজ্য সরকার বহু নিয়মাবলী মেনে পুজো করার আবেদন জানালেও কতটা মানা হবে এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সকলেরই।