কলকাতা – বাংলা জুড়ে উঠেছে একটাই স্বর— জাস্টিস ফর প্রদীপ কর। এনআরসি-র আতঙ্কে আত্মঘাতী খড়দার বাসিন্দা প্রদীপ করের মৃত্যুকে কেন্দ্র করে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার প্রদীপ করের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে বেরিয়েই ক্ষুব্ধ অভিষেক বলেন, “বিজেপির তৈরি আতঙ্কের কারণেই এই মৃত্যু। এই মৃত্যুর দায় নিতে হবে অমিত শাহ আর জ্ঞানেশ কুমারকে। এই মৃত্যুর বিচার চাই।”
তিনি আরও জানান, “আজ থেকে আমাদের স্লোগান, বাংলা জুড়ে একটাই স্বর — জাস্টিস ফর প্রদীপ কর। ৪ তারিখ থেকে এসআইআর ফর্ম দেওয়া হবে। আমি টানা এক মাস রাস্তায় থাকব। দেখি একটাও বৈধ নাম বাদ দিতে পারে কিনা।” অভিষেকের এই ঘোষণার পরই রাজ্যজুড়ে প্রতিবাদে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস।
এসআইআরের নামে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের তথাকথিত চক্রান্তের বিরোধিতায় বুধবারই অভিষেক ঘোষণা করেন রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের। সেই অনুযায়ী আজ সারা বাংলায় ঘাসফুলের কর্মী-সমর্থক ও নেতারা রাস্তায় নামবেন। উত্তর ২৪ পরগনার আগরপাড়ার আত্মঘাতী প্রদীপ করের এলাকাতেও আজ মিছিল হবে। সেই মিছিলে উপস্থিত থাকবেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকসহ স্থানীয় তৃণমূল নেতা-নেত্রীরা।




















