কলকাতায় বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উদযাপন

কলকাতায় বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উদযাপন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাংলাদেশের

কলকাতায় বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উদযাপন। বাংলাদেশের  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতায় বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

 

কলকাতা উপ-হাইকমিশন প্রাঙ্গনে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিট নিরবতা পালন করা হয়। কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতি, কাউন্সিলর (কনস্যুলার) মো: বশির উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী, প্রথম সচিব (বাণিজ্যিক) মো: শামসুল আরিফ মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং প্রথম সচিব (রাজনৈতিক-৩) মুহাম্মদ সানিউল কাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন।

 

এরপর দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সকালের অনুষ্ঠানের সমাপ্তি হয়। দ্বিতীয় ধাপে বিকেলে নতুন প্রজন্মসহ সর্বস্তরের জনগণকে বঙ্গবন্ধুর আদর্শের শিখায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধেও চেতনায় উজ্জীবিত করার মহতী লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী-এর মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পরিচালিত শপথ অনুষ্ঠানে কলকাতা উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

আর ও পড়ুন    মিস ইউনিভার্স-এর মাথার মুকুটের মূল্য কত? আপনি কি জানেন?

 

আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি পশ্চিম বঙ্গ বিধান সভার অধ্যক্ষ বিমান ব্যানার্জী বলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। এ মৈত্রী কেউ সহজে নষ্ট করতে পারবে না। মান্যবর উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, “সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরীতা নয় জাতির পিতার ঘোষিত এ মূল মন্ত্রকে ধারণ করে আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে।

 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক দিলীপ চক্রবর্তী ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি আহমেদ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুপম রায়সহ নামী শিল্পীরা গান পরিবেশন করেন।মিজ শামীমা ইয়াসমীন স্মৃতি, প্রথম সচিব (রাজনৈতি-১) এবং দূতালয় প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। মাস্ক পরিধান করে এবং যথাযথ সামাজিক দূরত্ব বিধি মেনে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

 

উল্লেখ্য, কলকাতায় বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উদযাপন। বাংলাদেশের  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতায় বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কলকাতা উপ-হাইকমিশন প্রাঙ্গনে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতি, কাউন্সিলর (কনস্যুলার) মো: বশির উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী, প্রথম সচিব (বাণিজ্যিক) মো: শামসুল আরিফ মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং প্রথম সচিব (রাজনৈতিক-৩) মুহাম্মদ সানিউল কাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top