বাংলাদেশের ঘটনায় উদ্বেগ ভারতের, কড়া শাস্তির আশ্বাস দিলেন হাসিনা । দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশে অপ্রিতীকর ঘটনা ঘটে গিয়েছে। বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালি, চাঁদপুর, বাঁশখালি, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজারে দুর্গা মণ্ডপ এবং বিভিন্ন মন্দিরে হামলার অভিযোগ। শুধু তাই নয়, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু এবং আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে।
এই ঘটনায় উদ্বিগ্ন ভারত সরকারও। প্রতি মুহূর্তে ভারত সরকার সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে নজর রাখছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। শুধু ভারত নয়, বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনাতে উদ্বিগ্ন বাংলাদেশের হাসিনা সরকারও।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনার তদন্ত হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনও ছাড় দেওয়া হবে না। যে ধর্মের হোক না কেন বিচার করা হবে।’ শুধু তাই নয়, কুমিল্লার ঘটনায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর ও পড়ুন আজ বিজয়া দশমী, আকাশে বাতাসে বিষাদের সুর
তিনি বলেছেন, কুমিল্লার ঘটনায় কড়া ভাবে নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। তবে এ ধরনের ঘটনা যারা ঘটাবে, তাদের আমরা খুঁজে বের করবো, কার্যত হুঁশিয়ারি ছুঁড়ে দেন প্রধাণমন্ত্রী। তবে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও সে দেশের সংখ্যালঘু মানুষকে আশ্বাস দেন হাসিনা। তিনি বলেন, এমন শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়। পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে সেই সংক্রান্ত নির্দেশিকা হাসিনা দিয়েছেন বলে খবর।
অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, আমাদের কাছে খবর এসেছে যে বাংলাদেশে ধর্মীয় জমায়েতে বেশ কিছু অশান্তি হয়েছে। এমনকি হামলার ঘটনাও ঘটেছে। বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যবস্থা নিয়েছে।
কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সহজোগিতাতে সে দেশে দুর্গাপুজো হয়ে থাকে। বহু মানুষ এর সঙ্গে যুক্ত থাকে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান জানিয়েছেন কুমিল্লার পুজো মণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। চাঁদপুরের হাজিগঞ্জে চারজন নিহত হয়েছেন। সব জায়গাতেই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।