মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় বাংলাদেশের দুর্গাপুজো উদ্যোক্তারা। বাংলার দুর্গোৎসব এখন বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত।এছাড়াও রাজ্যের উদ্যোগে পুজোর বিরাট কার্নিভাল আয়োজন, একাধিক পুজো কমিটিগুলিকে উৎসাহ সহ আর্থিক সাহায্য প্রদান থেকে শুরু করে নানা সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন বাংলাদেশের দুর্গাপুজো উদ্যোক্তারা।শুধু নয় নয়, পুজোকে ঘিরে ঠিক এই রকম পশ্চিমবঙ্গ মডেল অনুসরণ করার প্রস্তাব তারা বাংলাদেশের দুর্গাপূজা পরিষদের কাছে রাখবেন বলে জানিয়েছেন।
শুক্রবার ,বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় শারদ, দীপান্বিতা ও একক সম্মান প্রদানের অনুষ্ঠান।এদিন ওই অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে জেলার ৩টি দুর্গাপূজো কমিটিকে শারদ সম্মান, ২টি পূজো কমিটিকে দীপান্বিতা সম্মান, ৩ জন বিশিষ্ট ব্যক্তিকে তাদের নিজস্ব কর্মকান্ডের জন্য একক সম্মান প্রদান করা হয়।এর পাশাপাশি বাংলাদেশের বাসনীয়া পট্টি সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে শারদ সম্মান প্রদান করা হয়।বাংলাদেশের বাসনীয়া পট্টি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সম্মান গ্রহণ করেন সম্পাদক সত্য ঘোষ ও তায়েব বিন শরিফেরা।তারা এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক খুশি হয়েছেন।
উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বালুরঘাট কেন্দ্রীয় শংশোধনাগারের সুপার নবীন কুজুর, বিশিষ্ট সমাজসেবী তাপস চক্রবর্তী, কবি ও সাহিত্যিক মৃণাল চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গেরা।
অনুষ্ঠানে বাংলাদেশের পুজো উদ্যোক্তা সত্য ঘোষ বলেন,শারদোৎসবকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এটা খুব ভালো উদ্যোগ।
আরও পড়ুন – রাহুল গান্ধীর ”পাপ্পু’ নামটা এবার কাটল, বিজেপির ঘুম উড়ল
তারা বাংলাদেশের দুর্গাপূজা পরিষদের কাছে পশ্চিমবঙ্গ মডেল অনুসরণ করার প্রস্তাব রাখবেন।এর পাশাপশি
তারা বাংলাদেশে ফিরে গিয়ে দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস্ ক্লাবের শারদোৎসবের সম্মান গ্রহণের অভিজ্ঞতার কথা অন্য পূজো উদ্যোক্তাদের সাথে ভাগ করবেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে ইতিমধ্যেই বাংলার দুর্গোৎসব বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। পূজো কমিটিগুলিকে উৎসাহ প্রদান, আর্থিক সাহায্য প্রদান থেকে শুরু করে পূজো কার্নিভাল আয়োজনের মত একাধিক উদ্যোগের কারনে চলতি বছরে সমাপ্ত শারদোৎসব এক অন্য মাত্রা পেয়েছিল। গোটা রাজ্যের মানুষের সাথে সাথে বাংলাদেশের বাঙালিরাও আপ্লুত হয়েছিলেন।এদিন দক্ষিণদিনাজপুরে এসে সেই আবেগ জনতার সামনে তুলে ধরেন