অভিযানে সাফল্য পুলিশের, বাংলাদেশে পাচারের আগে উদ্ধার দশ লক্ষ টাকার ইয়াবা ও টাইডেল ট্যাবলেট। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করে এই অভিযানের কথা সাংবাদমাধ্যমকে জানান। পুলিশ সুপার রাহুল দে এদিন জানান বৃহস্পতিবার রাত্রে সূত্র মারফৎ খবর পেয়ে বালুরঘাটের কলকলাখাড়ি এলাকায় অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ। যার পরে সেখান থেকে পুলিশ চার হাজার ইয়াবা ট্যাবলেট এবং চার হাজার টাইডেল ট্যাবলেট উদ্ধার করে এবং ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
পুলিশ সূত্র অনুযায়ী ধৃতরা হলেন আয়ুবদ্দিন মন্ডল, বিপ্লব মহন্ত, অসীম ঘোষ, আতইর মন্ডল, নুর হোসেন মন্ডল এবং নির্মল দাস। ধৃতদের মধ্যে আয়ুবদ্দিন মন্ডল, বিপ্লব মহন্ত, অসীম ঘোষ, আতইর মন্ডল ও নুর হোসেন মন্ডল-এর বাড়ি হিলি থানা এলাকায় এবং নির্মল দাস-এর বাড়ি বালুরঘাট থানা এলাকার বড় কাশিপুর এলাকায়। পুলিশ সুপার জানিয়েছেন উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা।
জানা গেছে এই ট্যাবলেটগুলি মনিপুর থেকে নিয়ে আসা হয়েছিল এবং পুলিশের অনুমান এগুলিকে বাংলাদেশে পাচার করবার চেষ্টা চলছিল। পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আদালতে পেশ করা হচ্ছে। এবং ধৃতদের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কিভাবে এই ট্যাবলেটগুলি নিয়ে আসা হয়েছে-কাকে বিক্রি করা হত এই বিষয়গুলি। তিনি বলেন এটা রাজ্যব্যাপী একটা চক্র, আমরা আস্তে আস্তে বের করছি। পাশাপাশি তিনি এও জানান ধৃতদের বিরুদ্ধে পুরোনো কোন মামলা রয়েছে কিনা তাও তারা খতিয়ে দেখছেন। বাংলাদেশে পাচারের আগে