১৭ নভেম্বর, দেশে পেঁয়াজের দাম ক্রমেই বাড়ছে, যার ফলে এখন খাদ্যে পেঁয়াজের দেখা নেই।এবার ওপার বাংলায় পেঁয়াজের দাম ছুলো ৩০০ তে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজ কেজি প্রতি ২৬০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিদিনই পেঁয়াজের দাম বেড়েই চলেছে। কিছুদিন গেলে হয়তো সাধারন মানুষের ঘরে আর পেঁয়াজ মিলবে না। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে, বিমানে করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিস্থিতির মোকাবিলা কিভাবে করা যেতে পারে তা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে। শনিবার এক অনুষ্ঠানে হাসিনা বলেছেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধিতে যে সমস্যা দেখা দিয়েছে, তা সমাধানে কার্গো বিমান ভাড়া করে আমরা পেঁয়াজ আনা শুরু করেছি। আগামীকাল বা পরশুর মধ্যে বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে। পেঁয়াজ বিমানে উঠে গেছে, কাজেই আর চিন্তা নাই।’
ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। অথচ ১৫ দিন আগেও যা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এই চিত্র শুধু ঢাকার নয়, গোটা দেশের। সোশাল মিডিয়ায় অনেকেই পেঁয়াজ নিয়ে ট্রল করছেন। সাধারন মানুষ হতাশ এই পরিস্থিতিতে।ব্যবসায়ীদের দাবি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতি।
আমদানিকারক হাফিজুর রহমান বলেন, পেঁয়াজের সরবরাহ নেই, তুরস্ক থেকে পেঁয়াজ আসছে খুবই কম। মায়ানমারেও পেঁয়াজ নেই। সেখান থেকে যাও বা পেঁয়াজ আসছে তা বেশিরভাগই পচা ও দামও বেশি। তিনি বলেন, শুধু ঢাকায় প্রতিদিন পেঁয়াজের চাহিদা ৬ হাজার টনের বেশি। সেখানে ৪০০ থেকে ৫০০ টনে কীভাবে চাহিদা মিটবে? তাই দাম বাড়ছে।
এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে পেঁয়াজের দাম সবচেয়ে বেশি। আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস ট্রিজ–এর তথ্য অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি পেঁয়াজের গড় পাইকারি মূল্য ৬৮ সেন্ট যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ টাকা। অথচ বাংলাদেশে পেঁয়াজের দাম ২৬০ টাকা।
চলতি বছর উৎপাদন ও আমদানি মিলিয়ে বাজারে পেঁয়াজ এসেছে ২৯ লাখ টনের বেশি।কিন্তু চাহিদা ২৪ লক্ষ টন। তাহলে লাগামহীনভাবে পেঁয়াজের দাম বাড়ার কারন কি? সূত্রের খবর, এটা এক শ্রেণির ব্যবসায়ী কারসাজি, তারা পেঁয়াজের দাম ক্রমশ বাড়াচ্ছে।
বাংলাদেশে পেঁয়াজের দাম ছুঁতে চলেছে ৩০০
বাংলাদেশে পেঁয়াজের দাম ছুঁতে চলেছে ৩০০
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram