বাংলায় ধৃত দুই পাক চর, এনজিওর আড়ালে চলছিল গুপ্তচরবৃত্তি

বাংলায় ধৃত দুই পাক চর, এনজিওর আড়ালে চলছিল গুপ্তচরবৃত্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান- পূর্ব বর্ধমানের মেমারি এলাকা থেকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন চরকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ধৃতদের নাম মুকেশ রজক ও রাকেশ কুমার গুপ্তা। তারা স্বেচ্ছাসেবী সংস্থার পরিচয়ে কাজ করছিল। তবে গোয়েন্দা সূত্রে খবর, আসলে তারা আইএসআইয়ের হয়ে কাজ করছিল।

তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। জানা গেছে, ভারতীয় সিম কার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করে তাতে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো ছিল তাদের অন্যতম উদ্দেশ্য। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাঠানো হতো এই দুই চরের মাধ্যমে।

গোয়েন্দাদের দাবি, ধৃতদের সঙ্গে আইএসআইয়ের উচ্চপদস্থ আধিকারিকদের সরাসরি যোগাযোগ ছিল। এমনকি এই দুই ব্যক্তির ভারতীয় ‘হ্যান্ডলার’-দেরও ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাঁদের ধরতে জোর তল্লাশি শুরু হয়েছে।

জানা গেছে, এই গ্রেফতারি ‘অপারেশন মীরজাফর’-এর অংশ, যা কেন্দ্রীয় গোয়েন্দারা কয়েক মাস ধরেই চালাচ্ছে। এর আগে একাধিক রাজ্য থেকেও পাকিস্তানি চরদের গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পর থেকেই রাজ্যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, এই ধরনের চক্র যাতে আর সক্রিয় হতে না পারে, তার জন্য বিশেষ নজরদারি চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top