বাংলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা

বাংলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রবিবাসরীয় সকাল থেকেই আকাশের মুখভার, আর দফায় দফায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর ফলে রবিবারেও ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী সোমবার, ২৫ আগস্ট, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে সৃষ্ট এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী সপ্তাহেও বাংলাজুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে সুরতগড়, রোহতক, ফতেহ্‌গড়, গয়া, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যদিও ঘূর্ণাবর্ত কিছুটা দুর্বল হবে, নতুন নিম্নচাপের কারণে রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে।

আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন ধরে শহরে বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এ কারণে আবহাওয়া দপ্তর সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।

আগামী সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা বহাল থাকবে। আগামী মঙ্গলবার ও বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে।

উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যদিও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এসময় ঘণ্টায় প্রায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে আপাতত নতুন করে কোনও সতর্কতা জারি করা হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top