বাংলার চার কেন্দ্রে উপ নির্বাচনে বাড়তি বাহিনী পাঠালো কমিশন

বাংলার চার কেন্দ্রে উপ নির্বাচনে বাড়তি বাহিনী পাঠালো কমিশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাংলার

বাংলার চার কেন্দ্রে উপ নির্বাচনে বাড়তি বাহিনী পাঠালো কমিশন । বাংলার চার কেন্দ্রে উপ নির্বাচন। ভোট হবে খড়দা, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটাতে। ভোটের আগে এখন থেকেই এই চার কেন্দ্রে  টানটান উত্তেজনা। আগামী ৩০ অক্টোবর ভোট হবে এই চার কেন্দ্রে। এই চার কেন্দ্রের ভোট ঘোষণা হতেই প্রচারে ডান-বাম সবপক্ষ। আর প্রচার শুরু হতেই ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। গত কয়েকদিন ধরে লাগাতার অভিযোগ আসছে দিনহাটা থেকে। বিজেপির শক্তিশালী গড় হিসাবে পরিচিত গড়। নিশীথ প্রামাণিক জিতলেও সাংসদ পদ ছাড়তে চাননি তিনি। আর সেই কারনে এই কেন্দ্রে ভোট হচ্ছে। সেখানে বিজেপি প্রার্থী প্রচার শুরু করলেও তাঁকে নানা ভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।

 

অন্যদিকে পুজোর মধ্যেই রনক্ষেত্র চেহারা নেয় খড়দা। বিজেপি কর্মীদের মারধর, মাথা ফাটিতে দেওয়ার অভিযোগ। এই অবস্থায় এই চার কেন্দ্রের ভোট করানো নিয়ে কোনও রিস্ক নিতে চায় না কমিশন। গত কয়েকদিন আগেই পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী।  এবার রাজ্যে আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গোসাবা, শান্তিপুর,খড়দহ এবং দিনহাটা কেন্দ্রের স্পর্ষকাতর এলাকাগুলিতে এরিয়া ডোমিনেশনের কাজ করবে তারা। এই বাহিনীতে রয়েছেন ৮ কোম্পানি সিআরপিএফ, ৯ কোম্পানি বিএসএফ, ৫ কোম্পানি এসএসবি এবং ৫ কোম্পানি সিআইএসএফ জওয়ান।  ইতিমধ্যে এরিয়া ডোমিনেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরিস্থিতি ভেবে আরও বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটাই চ্যালেঞ্জ কমিশনের কাছে। গত বিধানসভা নির্বাচনে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করায় কমিশন। কিন্তু এরপরেও বিভিন্ন জায়গাতে অশান্তির ঘটনা ঘটেছে। এমনকি সদ্য শেষ হওয়া ভয়ানীপুর উপ নির্বাচনে নজিরবিহীন ভাবে বাহিনী মোতায়েণ করা হয়। কিন্তু শেষলগ্নে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড ঘটে। সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়েই আরও বাহিনী পাঠাচ্ছে কমিশন। অতিরিক্ত আরও ৫৩ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কমিশন। মোট ৮০ কোম্পানি বাহিনী থাকছে চার কেন্দ্রের উপ নির্বাচনের জন্যে।

 

আর ও পড়ুন  বাংলাদেশে পাচার হওয়ার আগে প্রচুর পরিমানে রুপোর বল উদ্ধার 

 

৩০ অক্টোবর যে চার কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা সেগুলির বেশিরভাগই অশান্তি প্রবণ এলাকা। দিনহাটা সীমান্তবর্তী এলাকা বলে সেখানে অশান্তির ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।  অন্যদিকে খড়দহ কেন্দ্রও অশান্তি প্রবণ। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের এলাকা বলে পরিচিত খড়দহ।  সেকারণে এই দুই কেন্দ্রে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে চায় কমিশন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top