নিউজ ডেস্ক ১৫ অক্টোবর ২০২০: আজ বাঙালি পাড়ি দিয়েছে স্বচ্ছন্দে মহাসমুদ্র থেকে দূর দেশে। কেউ বা ঘুরতে কেউ আবার চিকিৎসার প্রয়োজনে ছুটে গেছে দূর দূরান্তে।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে বসবাসকারী বাঙালিদের সংখ্যা বর্তমানে ৫৪হাজার ৫৫৬জন। বাংলাদেশি বাদে।বেশির ভাগ ক্ষেত্রেই মানুষ স্বাস্থ্য ক্ষেত্রে ইংরেজি না বোঝায় সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যা দূর করতে বহুদিন ধরেই লেগে পড়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা অর্ণব ঘোষ রায়। কাজের এবং পড়াশোনার সূত্রে অস্ট্রেলিয়াতে থাকলেও অর্ণব আদতে বারাসাতের বাসিন্দা।তার মতে বহু বাবা মা যাদের ছেলে মেয়ে কাজের জন্য বিদেশ থাকেন তাদের সাথে দেখা করে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরেন কিন্তু সর্বত্র ইংরেজি থাকায় তারা ঠিক মত কথোকথন করতে পারেন না।তাই তার চেষ্টা ছিল বাংলা ভাষাকে স্বাস্থ্য ক্ষেত্রে অন্তভূক্ত করার। অবশেষে সফল হলেন অর্ণব। গত সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সব নথি ইংরেজির পাশাপাশি বাংলায় প্রকাশ করা হচ্ছে। এই বিষয়ের পর অর্ণবের ইচ্ছা আরবি, ফার্সির মতো স্কুলে ২য় ভাষা হিসেবে বাংলা ভাষার অন্তর্ভুক্ত করা।