বাংলার প্রথম এসি লোকাল ট্রেন আজ থেকে যাত্রীসেবায়

বাংলার প্রথম এসি লোকাল ট্রেন আজ থেকে যাত্রীসেবায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – আজ থেকে রানাঘাট স্টেশন থেকে শিয়ালদা উদ্দেশে চলবে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন। সকাল থেকেই সাধারণ যাত্রীদের মধ্যে ট্রেনে চড়ার জন্য ভিড় লক্ষ্য করা গেছে।

গতকাল আনুষ্ঠানিকভাবে শিয়ালদা স্টেশন থেকে উদ্বোধন করা হয় এই নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা। কেন্দ্রীয় দুই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার ছাড়াও বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। এরপর শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ট্রেনটি চলাচল শুরু করে।

আজ থেকে জনসাধারণের জন্য চালু হওয়া এই এসি লোকাল ট্রেনটি সকাল ৮:২৯ মিনিটে রানাঘাট স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীরা রেলের এই নতুন পরিষেবাকে অভাবনীয় পরিকল্পনা হিসেবে অভিহিত করছেন এবং বলছেন আগে কখনো ভাবতেও পারেননি যে সাধারণ মানুষ এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদায় যেতে পারবে।

তবে অনেকের মনে একটি চিন্তা রয়েছে—এসি লোকাল ট্রেনের যত্ন ও নিয়ম কতটা মেনে চলা হবে। তবুও রানাঘাট থেকে শিয়ালদা যাওয়া এখন আর কষ্টকর হবে না বলে আশাবাদ ব্যক্ত করছেন নদীয়ার বাসিন্দারা। একজোড়া নতুন লোকাল ট্রেন পেয়ে তাঁরা অত্যন্ত খুশি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top