বাংলার মহিলা ক্রিকেট দলে মালদহের লটারি বিক্রেতার মেয়ে। ইচ্ছে,জেদ,সাহস থাকলে একজন পঙ্গু মানুষও এভারেস্ট জয় করতে পারে।ঠিক এমনটাই প্রমাণ করল মালদহের চাঁচলের লটারি বিক্রেতার মেয়ে।ওই মধ্যবিত্ত পরিবারের প্রতিভাবান মেয়ে রাসমনি দাস অনূর্ধ্ব -১৯ বাংলার মহিলা ক্রিকেট দলে সুযোগ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে।বুধবার,রাত্রে সিএবি ১৬ জনের টিম তালিকা প্রকাশ করেছে।জেলার প্রতিভাবান খেলোয়াড় রাসমনি দাসের নাম রয়েছে।এনিয়ে সবাই খুশি।
জানা গিয়েছে,জেলার প্রতিভাবান ক্রিকেটার রাসমনি দাসের বাড়ি জেলার চাঁচল সদরের থানা পাড়া মোড় এলাকাতে।বাবার নাম রবীন্দ্র নাথ দাস।মায়ের নাম সম্পা দাস।বাবা লটারি বিক্রি করে।ছোট বেলা থেকেই রাসমনি ক্রিকেটকে খুব ভালোবাসে। ব্যক্তিগত কোচ রাজেশ দাসের সংস্পর্শে এসে কঠোর পরিশ্রম করে এই জায়গায় এসে এসেছে।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
প্রতিভাবান ক্রিকেটারের কোচ রাজেশ দাস বলেন,খুব আনন্দ লাগছে।সে আরও এগিয়ে যাক।
সুযোগ পাওয়া রাসমনি দাস বলেন,আমার খেলার জীবনের পথ প্রদর্শক আমার কোচ।পরিবারের
আশির্বাদ ও কোচ না থাকলে এই জায়গায় কখনও যেতে পারতাম না।
উল্লেখ্য, ইচ্ছে,জেদ,সাহস থাকলে একজন পঙ্গু মানুষও এভারেস্ট জয় করতে পারে।ঠিক এমনটাই প্রমাণ করল মালদহের চাঁচলের লটারি বিক্রেতার মেয়ে।ওই মধ্যবিত্ত পরিবারের প্রতিভাবান মেয়ে রাসমনি দাস অনূর্ধ্ব -১৯ বাংলার মহিলা ক্রিকেট দলে সুযোগ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে।বুধবার,রাত্রে সিএবি ১৬ জনের টিম তালিকা প্রকাশ করেছে।জেলার প্রতিভাবান খেলোয়াড় রাসমনি দাসের নাম রয়েছে।এনিয়ে সবাই খুশি।
জানা গিয়েছে,জেলার প্রতিভাবান ক্রিকেটার রাসমনি দাসের বাড়ি জেলার চাঁচল সদরের থানা পাড়া মোড় এলাকাতে।বাবার নাম রবীন্দ্র নাথ দাস।মায়ের নাম সম্পা দাস।বাবা লটারি বিক্রি করে।ছোট বেলা থেকেই রাসমনি ক্রিকেটকে খুব ভালোবাসে। ব্যক্তিগত কোচ রাজেশ দাসের সংস্পর্শে এসে কঠোর পরিশ্রম করে এই জায়গায় এসে এসেছে।
প্রতিভাবান ক্রিকেটারের কোচ রাজেশ দাস বলেন,খুব আনন্দ লাগছে।সে আরও এগিয়ে যাক।
সুযোগ পাওয়া রাসমনি দাস বলেন,আমার খেলার জীবনের পথ প্রদর্শক আমার কোচ।পরিবারের
আশির্বাদ ও কোচ না থাকলে এই জায়গায় কখনও যেতে পারতাম না।