বাংলার মা মমতা ব্যানার্জীকে ভারতবর্ষের মা করতে হবে তাহলে ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে l শনিবার বহরমপুর টাউন তৃণমূল কার্যালয়ে একথা বললেন দমকল পৌরসভা পৌরপিতা সৌমিক হোসেন l তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি বলেন অভিষেক ব্যানার্জীর নির্দেশে ছাত্র যুব একসঙ্গে মিলে এই প্রতিষ্ঠা দিবস পালন করে দেখিয়ে দিতে হবে বিজেপি পার্টির থেকে বেশি তৃণমূল ছাত্র যুবর সংখ্যা l