বাংলার হাইটেক বীজ আলু বঙ্গশ্রীর বিক্রয় কেন্দ্র উদ্বোধন। প্রযুক্তিগত সহায়তায় ও অনুমোদনে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের উদ্যোগে বাংলার হাইটেক বীজ আলু বঙ্গশ্রীর উদ্বোধন হল ধূপগুড়িতে।বৃহস্পতিবার এক ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে ধূপগুড়ি শহরের মিলনী ময়দানে এই বঙ্গশ্রীর উদ্বোধন হয়।জানা যায় ধূপগুড়ি বরাবরই আলু কেন্দ্রীক জায়গা।
প্রতিবছরেই প্রচুর পরিমাণে আলুর চাষ হয়ে থাকে ধূপগুড়ি ব্লক জুড়ে।কৃষকরা যাতে ন্যায্য মূল্য ভালো মানের আলু বীজ ক্রয় করতে পারে সেই উদ্যোগেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে অঞ্চল পাড়ার ফারমাস প্রভু সার কোম্পানির ব্যবস্থাপনায় রাজ্য কৃষি বিভাগের বঙ্গশ্রী হাইটেক আলুর বীজের বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।
এখানে ন্যায্য মূল্যে আলু বীজ ক্রয় করতে পারবে কৃষকরা বলে জানা যায়।মূলত এই বীজ পোকা মাকড়ে হাত থেকে রক্ষা করতে মশারির নেটের ভিতরে তৈরি করা হয়ে থাকে। উদ্বোধনে উপস্থিত ছিলেন ধূপগুড়ির পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ভারতী বর্মন,ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার,কৃষি আধিকারিক তিলক বর্মন,ডিডিএ এডমিন অসীম চক্রবর্তী,এডিএ এস এম মেহেফুস আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুন – বিএসএফের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
উলেখ্য, প্রযুক্তিগত সহায়তায় ও অনুমোদনে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের উদ্যোগে বাংলার হাইটেক বীজ আলু বঙ্গশ্রীর উদ্বোধন হল ধূপগুড়িতে।বৃহস্পতিবার এক ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে ধূপগুড়ি শহরের মিলনী ময়দানে এই বঙ্গশ্রীর উদ্বোধন হয়।
জানা যায় ধূপগুড়ি বরাবরই আলু কেন্দ্রীক জায়গা।প্রতিবছরেই প্রচুর পরিমাণে আলুর চাষ হয়ে থাকে ধূপগুড়ি ব্লক জুড়ে।কৃষকরা যাতে ন্যায্য মূল্য ভালো মানের আলু বীজ ক্রয় করতে পারে সেই উদ্যোগেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে অঞ্চল পাড়ার ফারমাস প্রভু সার কোম্পানির ব্যবস্থাপনায় রাজ্য কৃষি বিভাগের বঙ্গশ্রী হাইটেক আলুর বীজের বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।এখানে ন্যায্য মূল্যে আলু বীজ ক্রয় করতে পারবে কৃষকরা বলে জানা যায়।
মূলত এই বীজ পোকা মাকড়ে হাত থেকে রক্ষা করতে মশারির নেটের ভিতরে তৈরি করা হয়ে থাকে। উদ্বোধনে উপস্থিত ছিলেন ধূপগুড়ির পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ভারতী বর্মন,ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার,কৃষি আধিকারিক তিলক বর্মন,ডিডিএ এডমিন অসীম চক্রবর্তী,এডিএ এস এম মেহেফুস আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।