বাংলায় ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা । করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে বাংলায়! এক লাফে দৈনিক সংক্রমণ ৪৫০ থেকে ৭০০ জনের উপরে পৌঁছে গেল। মঙ্গলবার পরীক্ষা বাড়াতেই বাংলায় ৭০০-র উপরে পৌঁছে দেল দৈনিক সংক্রমণ। সোমবারই ৬ মাস পর ৫০০-র নিচে নেমেছিল সংক্রমণ। পরবর্তী ২৪ ঘণ্টাতেই ফের ঊর্ধ্বমুখী করোনা। করোনা আক্রান্তের থেকে করোনা মুক্তের সংখ্যা কম।
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০৮। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬৭ হাজার ৫৭৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৭৬৪। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৯৩ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে, পরীক্ষাও বে়ড়েছে গতদিনের তুলনায়। সংক্রমণের হারও পাল্লা দিয়ে বেড়েছে এদিন।
আর ও পড়ুন বিদেশ যেতে গেলে পাসপোর্টের সঙ্গে আজই করে ফেলুন এই লিঙ্ক
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৬৭ হাজার ৫৭৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৮৬ জন। এদিন ২ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭০৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৯৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪১ হাজার ২২৩ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮০ লক্ষ ৬২ হাজার ৮৯৩। ১৪৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০০৬৯৯। এদিন টেস্টিং হয়েছে ৩৬৭১২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৯৩ শতাংশ।
জানা গিয়েছে, আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৬২২৯। এদিন ১৩৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৫০৪৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৭ জন বেড়ে হয়েছে ৯৮৯৮৮। হাওড়ায় আক্রান্ত ৯৬৭৬৮। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হুগলিতে ৩৯ জন বেড়ে আক্রান্ত ৮৪২৫৫ জন।