বিনোদন – আর মাত্র কয়েকদিন। আগামী ১১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সুমন ঘোষ পরিচালিত ছবি ‘পুরাতন’। সুমন ঘোষ পরিচালিত পুরাতন ছবিতে ঋতুপর্ণার সঙ্গেই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত-কে। গত বছর অর্থাৎ ২০২৪-এর বড়দিনে প্রকাশ্যে এসেছিল শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত এই ছবির পোস্টার।নির্মাতারা তখনই জানিয়েছিলেন, ছবিটি ২০২৫-এর ১১ এপ্রিল, অর্থাৎ বাংলা নববর্ষ নাগাদ মুক্তি পাবে। এবার এই ছবিকে শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেতা-পরিচালক আর মাধবন।” ‘পুরাতন’ ছবি জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই আমার প্রিয় বন্ধু ঋতুপর্ণা, কিংবদন্তি শিল্পী শর্মিলা ঠাকুর এবং পরিচালক সুমন ঘোষ-কে। শুভেচ্ছা জানান ছবির সমস্ত কলাকুশলীদেরকেও। ছবির ঝলক দেখে আমার দারুণ লেগেছে। এককথায় এই ছবির সবকিছুই ভাল লেগেছে। অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি ‘পুরাতন’ দেখব বলে।”
প্রসঙ্গত, ঋতুপর্ণার উদ্যোগেই প্রায় ১৪ বছর পরে আরও এক বার বাংলা ছবিতে ফিরতে চলেছেন শর্মিলা। সময়ের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে গভীর সখ্য তৈরি হয়েছে ঋতুপর্ণার। মুম্বইয়ে এই ছবির প্রচার ও বিশেষ প্রদর্শনীতে সইফ আলি খান সহ গোটা পতৌদি পরিবারকে সঙ্গে নিয়ে এসেছিলেন।
এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছিলেন, বহু বছর পর বাংলা ছবিতে ফিরছেন বলে শর্মিলা আন্টি কিন্তু ছবিটাকে প্রতি মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন।” পরিচালক সুমন ঘোষের কথায় -”১৪ বছর পর ওঁর এই ফিরে আসা প্রত্যেক বাঙালির কাছে খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তাঁর অসাধারণ অভিনয়ের জন্য।”
