রাজ্য – বুধবার রাত থেকে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ, বৃহস্পতিবার সকালেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর নিম্নচাপ তৈরি হয়েছে। সরাসরি পশ্চিমবঙ্গে এর প্রভাব না পড়লেও, অন্যান্য আবহাওয়াগত কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির আশঙ্কা বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও রবিবার ও মঙ্গলবার অল্পবিস্তর বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টির দাপট বজায় থাকবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা দুই দিনাজপুর ও মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি, সোমবার থেকে কালিম্পংয়েও বৃষ্টি বাড়বে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা এবং তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে।
