বাংলা ভাষাকে মর্যাদা দিতে কঠোর পদক্ষেপ, শান্তিপুর পৌরসভার নির্দেশ ব্যবসায়ীদের

বাংলা ভাষাকে মর্যাদা দিতে কঠোর পদক্ষেপ, শান্তিপুর পৌরসভার নির্দেশ ব্যবসায়ীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নদিয়া – বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বিশেষ উদ্যোগ নিল নদীয়ার শান্তিপুর পৌরসভা। সিদ্ধান্ত হয়েছে, এলাকার প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যানার ও ফেস্টুনে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অন্য ভাষা ব্যবহার করা গেলেও বাংলা লেখা থাকা আবশ্যক। আগামী দিনে এই নির্দেশ কার্যকর ও বাধ্যতামূলকভাবে জারি থাকবে।

শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের নেতৃত্বে ১২ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে পৌরসভার সমস্ত আধিকারিক উপস্থিত ছিলেন। বাংলা ভাষাকে অমর্যাদা করা এবং ভিন রাজ্যে বাঙালিদের বিদ্বেষের শিকার হওয়ার ঘটনাকে সামনে রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের ডাককেই প্রেরণা হিসেবে দেখছে পৌরসভা।

এই প্রসঙ্গে সুব্রত ঘোষ বলেন, “রাজ্যের বাইরে যেভাবে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বাঙালি হিসেবেই আমাদের মাতৃভাষা রক্ষার দায়িত্ব নিতে হবে।” তাঁর মতে, রাস্তায় প্রতিবাদের পাশাপাশি এবার বাস্তব পদক্ষেপের মাধ্যমে বাংলার মর্যাদা রক্ষা করতে হবে।

অন্যদিকে, শান্তিপুর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সুভাষ দেবনাথ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “আমরা সবাই বাঙালি। তাই সবার আগে বাংলা ভাষাকেই মর্যাদা দিতে হবে। অবশ্যই অন্যান্য ভাষাকেও সম্মান করা উচিত, তবে মাতৃভাষা বাংলাকে প্রাধান্য দেওয়া প্রত্যেক ব্যবসায়ীর দায়িত্ব।”

এই নির্দেশ কার্যকর হলে শান্তিপুরের ব্যবসায়িক পরিসরে বাংলা ভাষার ব্যবহার আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top