ভাইরাল – বাইক চালাতে চালাতে প্রায় চাপা দিয়েই ফেলছিলেন রাস্তা পার হওয়া একটি ছোট্ট সাপকে। আচমকাই ঘটে বিপত্তি। বাইক-আরোহী তরুণের খেয়ালই ছিল না সাপটির দিকে। অল্পের জন্য চাকার নিচে পড়া থেকে বেঁচে যায় সাপটি। আর ঠিক সেই মুহূর্তেই বদলা নেয় বিষাক্ত গোখরোর বাচ্চা বলে মনে হওয়া সাপটি। সুযোগ মিলতেই তরুণের পায়ের পাতায় বসিয়ে দেয় মোক্ষম ছোবল। মুহূর্তে চাঞ্চল্যকর এই ঘটনাটি ধরা পড়ে সিসি ক্যামেরায়, পরে ভাইরাল হয় সমাজমাধ্যমে।
ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, রাস্তার উপর শুয়ে থাকা সাপটি ধীরে ধীরে পার হওয়ার চেষ্টা করছে। হঠাৎ এক তরুণ বাইক নিয়ে চলে আসেন সেই পথে। সাপটিকে না দেখেই সামনে এগোতে থাকেন। প্রায় চাকার তলায় চলে আসে সাপটি। ফণা তুলে সতর্ক সংকেত দেয় সে। কিন্তু ততক্ষণে বাইক আরোহীর কোনও ধারণাই নেই বিপদের। পরে বাইক ঘোরানোর সময় তরুণের পা সাপটির মুখের একেবারে সামনে চলে আসে। আর সেই মুহূর্তেই সাপটি ছোবল বসায়। ভয় পেয়ে বাইক ফেলে উঠে দৌড়ে পালান তরুণ।
ঘটনাটি ঠিক কোথায় বা কবে রেকর্ড করা হয়েছে, তা ভিডিয়োতে স্পষ্ট নয়। ভিডিয়োর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। সাপের ছোবল খাওয়া ওই তরুণের বর্তমান অবস্থাও অজানা রয়ে গিয়েছে। ‘সঞ্জু যাদব’ নামে এক্সের একটি হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিয়ো, যা ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলেছে সমাজমাধ্যমে। লাইক, কমেন্টের বন্যা বইছে। কেউ কেউ এই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ বিস্ময়ে হতবাক।
এক নেটাগরিক লিখেছেন, “এই জন্যই বলে—গাড়ি চালানোর সময় চারদিক ভালো করে দেখে চালাতে হয়। তরুণ এখন কেমন আছেন কে জানে!”




















