নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৮ই সেপ্টেম্বর :৩৪ নম্বর জাতীয় সড়কের আদহাটা এলাকায় বাইক ও মিনি ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষে মৃত এক বাইক চালক ।
আমডাঙা ৩৪ নম্বর জাতীয় সড়কের পথ দুর্ঘটনা মৃত এক ।মৃত বাইক চালক রফিকুল হক বয়স ২২ । বাইকে করে বাড়ি ফেরার সময় মিনি ম্যাটাডোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার ফলে ৩৪ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ ।