নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩রা আগস্ট :বাড়িতে বাইক কেনাকে কেন্দ্র করে ছেলের সাথে ঝামেলা, অফিস গিয়ে আত্মঘাতী বাবা। সিউড়ির সনাতন পাড়ার বাসিন্দা মফিজুল রহমান।পেশায় সিউড়ি LIC অফিসের ট্রেনিং ইনচার্জ। এদিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় ছেলের সাথে বাইক কেনা কে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলা চরম পর্যায়ে চলে গেলে ছেলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মফিজুল বাবু অফিসে আসেন অফিসে। কোন ছাত্র ছিল না এদিন, অফিসের তিন তলায় ট্রেনিং সেন্টার হওয়ায় সেখানে একাই ছিলেন তিনি। ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে এই ভেবে বেলা একটা সময় অফিসের তিনতলায় গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হন তিনি। ততক্ষণে অবশ্য ছেলের রাগ কমে গিয়েছে বাড়ি ফিরে এসেছে ছেলে।
কিছুক্ষণ তার দেখা না মেলায় অফিসের অন্যান্য কর্মীরা খোঁজাখুঁজি করতে গিয়ে দেখতে পাই তার ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। পুলিশ আসে এবং ময়না তদন্তের জন্য দেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায়
বাবার সাথে ঝামেলার কথা অকপটে স্বীকার করেছেন ছেলে। তার মাও বলেছেন বাবা এই ভেবে আত্মহত্যা করেছে যে ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে সে আর বাঁচতে পারবে না।