নিজস্ব সংবাদদাতা, পূর্ব বধমান, ৭ ডিসেম্বর, বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা ইনসার মল্লিক (বয়স ৪০)। ঘটনাটি ঘটেছে কালনার বেগপুরের নারায়ণপুর গ্রামে। ঘটনায় তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ৷
স্থানীয়বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, বাইকে করে ফেরার সময় পরপর দু’টি গুলি করা হয় ইনসারকে৷ কে, কারা এই গুলি চালায় তা স্পষ্ট নয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময়ই রাস্তায় অবস্থার অবনতি হয় তাঁর।তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হুগলির পান্ডুয়া গ্রামীন হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷