হুগলি- ইদের উৎসব ম্লান! বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল তরুণের।মৃতের নাম শেখ আরিফ(১৮)। পান্ডুয়ার সিমলাগর জিটি রোড বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইদের নমাজ শেষ করে পান্ডুয়া সিমলাগড় মাঠপাড়ার বাসিন্দা শেখ আরিফ ও সেখ সাইদ নামে দুই তরুণ মোটরবাইক নিয়ে ঘুরতে বের হয়।
বৈঁচির দিক থেকে পান্ডুয়ার দিকে যাচ্ছিলেন তারা। বাইকটি চালাচ্ছিলেন শেখ আরিফ। সিমলাগড় ১৯ নম্বর রেলগেট পার হওয়ার পর বাইকটি বাসস্ট্যান্ডের কাছে যেতেই পিছনদিক থেকে দ্রুত গতিতে আসা একটি বেপরোয়া বাস বাইকটিকে ধাক্কা মারে।
দুই মোটরবাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর জখম দুজনকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক শেখ আরিফকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত শেখ সাইদকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামাবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘাতক বাস ও তার চালককে আটক করেছে পান্ডুয়া থানার পুলিশ।

শেখ আরিফের কাকা শেখ হামিদ বলেন, “ইদের নমাজের পর দুজনে বাইক নিয়ে ঘুরতে যাচ্ছিল। পান্ডুয়ার দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি লাক্সারি বাস তাদের ধাক্কা মারে। আমাদের খুশির ইদের সব আনন্দ আজ ম্লান হয়ে গেল।” ইদের দিন এই ঘটনায় শোকের ছায়া নামে সিমলাগড় মাঠপাড়া এলাকায়।



















