বারাসাত – রাতের জাতীয় সড়কে বাইক রেসের বলি এক পথচারী মহিলা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় রণক্ষেত্রর চেহারা নিল বারাসত। প্রতিবাদে শুক্রবার দুপুরেও বারাসত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা।তাদের কথায়, পুলিশি নিষ্ক্রিয়তার জেরেই রাতের জাতীয় সড়কে মদ্যপ বাইক চালকদের দৌরাত্ম্য।
এ নিয়ে বারংবার পুলিশে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ।
স্থানীয় সূত্রের খবর, মত মহিলার নাম অসীমা দাস। দত্তপুকুরের মণ্ডলগাছি এলাকার ওই বাসিন্দা বৃহস্পতিবার রাতে বারাসতে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। সে সময় মদ্যপ বাইক চালকদের রেসের জেরে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা এক বাইক আরোহীকে ধরেও ফেলেন। মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা ঘেরাও বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ দেখানো হয় বারাসত থানাতেও। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, নিয়মিত পেট্রোলিং করা হয়। নজরদারি আরও বাড়ানো হবে।
