জলপাইগুড়ি – জলপাইগুড়ি শহরের পাশে রায়পুর চা বাগান এবং রংধামালী এলাকায় সাত সকালে বাইসনের আক্রমণে মৃত্যু হল এক মহিলার ( ৬০ ) গুরুতর আহত তিন জন। ঘটনার চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে বন কর্মীরা সেই বাইসনদুটোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে আক্রান্তদের।
