
নিউ টাউন – বাকিতে বিরিয়ানি না দেওয়াতেই বিরিয়ানির দোকানে হামলার অভিযোগ। উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিরিয়ানির দোকানের মালিকের।
গত মঙ্গলবার এমনই অভিযোগ উঠেছে নিউ টাউনের শাপুর্জি এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে টেকনো সিটি থানার পুলিশ। এই ঘটনায় অজয় সর্দার নামে মূল অভিযুক্ত এক দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় শাপুর্জি এলাকা ওই বিরিয়ানির দোকানে এসে বাকিতে দশ প্যাকেট বিরিয়ানি চায় অজয় সর্দার নামে ওই যুবক। কিন্তু তা দিতে অস্বীকার করেন দোকানের কর্মচারীরা। অভিযোগ, মাঝেমধ্যেই দোকানে এসে বাকিতে বিরিয়ানি নয়তো টাকা দাবি করে ওই যুবক। এ দিন বিরিয়ানি না পেয়ে অজয় এবং তার দলবল দোকানে ভাঙচুর শুরু করে বলে অভিযোগ।
গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিরিয়ানির দোকানের মালিক রূপম বিশ্বাস। তখন তার উপরে চড়াও হয় অজয় এবং তার সঙ্গীরা। উইকেট দিয়ে দোকান মালিকের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই ঘটনাস্থল ছেডে় চম্পট দেয় দুষ্কৃতী দল। রক্তাক্ত অবস্থায় বিরিয়ানির দোকানের মালিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন বিরিয়ানির দোকানের আক্রান্ত মালিক।