নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২ রা আগস্ট : পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের বাগঘোরার জঙ্গলে এক বছর আগে যেখানে রয়ল বেঙ্গল টাইগার কে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই স্থানটিতে আজ পরিদর্শন করলেন ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটির পূর্বাঞ্চলের আই জি ডব্লিউ লাংভা। যেই স্থানে বাঘটিকে পিটিয়ে মারা হয়েছিল সেই স্থানটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, বাঘকে হত্যা করার বিষয় টি গুরুত্বপূর্ণ। বাঘের মৃত্যুর পর তদন্তকার্যে বন আধিকারিকরা কতটা কি করেছে, গত এক বছরে তা খতিয়ে দেখাই তার কাজ। গ্রামবাসী বা আহত ব্যক্তি দের সাথে কথা বলা তার কাজ নয় বলেও তিনি বর্ণনা করেন। উল্লেখ্য, গত বছর 13 ই এপ্রিল বাগঘোরার জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারকে শিকারে গিয়ে কিছু মানুষ বল্লম ছুঁড়ে আহত করে পিটিয়ে মেরে ছিল বলে অভিযোগ
উঠেছিল।
বাগঘোরার জঙ্গল পরিদর্শনে করলেন ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটির অফিসার
বাগঘোরার জঙ্গল পরিদর্শনে করলেন ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটির অফিসার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram